Logo
×

Follow Us

বাংলাদেশ

ডাকাতি ঠেকাতে কাটা হচ্ছে মহাসড়কের পাশের জঙ্গল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১২:২৫

ডাকাতি ঠেকাতে কাটা হচ্ছে মহাসড়কের পাশের জঙ্গল

ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুইপাশে ছোট গাছপালা গজিয়ে উঁচু জঙ্গলের সৃষ্টি হয়েছে। যা রাতের বেলায় ডাকাতসহ দুষ্টু প্রকৃতির মানুষের কাজে সহায়ক। প্রায়ই ঘটে ডাকাতির মতো ঘটনা। পথচারীদের হারাতে হয় কাছে থাকা মালপত্র। পরিবহন চালকসহ পথচারীদের কাছে এ নিয়ে আতঙ্ক বিরাজ করে।

এমন অবস্থা ঝিনাইদহ কালীগঞ্জের রঘুনাথপুর হইতে কেয়াবাগান পর্যন্ত সড়কে। এ থেকে বাঁচাতে ও নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টিতে অপ্রয়োজনীয় গাছ ঝোঁপঝাড় কাটার উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদ ঝিনাইদহের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।

গতকাল রবিবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত তিনি নিজে থেকে এ কাজে সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন।

জাহাঙ্গীর হোসেন জানান, মহাসড়কের পাশের জঙ্গল রয়েছে। তিনি উদ্যোগ নিয়েছেন তা কেটে নিরাপদ সড়কের জন্য। রাতে এ জঙ্গলের মধ্যে ডাকাতরা বসে থাকলেও বোঝার উপায় থাকে না। যে কারণে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ইতিমধ্যে প্রায় এক কিলোমিটারের মতো জঙ্গল পরিষ্কার করা হয়েছে। বাকিটাও তাড়াতাড়ি শেষ হবে।

বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন বলেন, রাতের বেলায় মহাসড়কে ডাকাতি ঠেকাতে প্রশাসনের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক সময় রাতের টহল পুলিশেরও নিরাপত্তা থাকে না। ফলে মহাসড়কের দুইপাশের জঙ্গল কেটে পরিষ্কার করার একটা ভালো উদ্যোগ নেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫