সিনহা হত্যা মামলা থেকে শিপ্রা-সিফাতকে অব্যাহতি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১৪:১১

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথ ও সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছেন আদালত।
মামলায় তদন্তে সংশ্লিষ্টতার সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার জমা করা চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দিয়েছেন কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এই আদেশ দেয়া হয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর দুই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে এই প্রতিবেদন দাখিল করেছিলেন।