Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজার জেলা পরিষদের বাংলোতে অফিস সহকারীর লাশ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৭

কক্সবাজার জেলা পরিষদের বাংলোতে অফিস সহকারীর লাশ

কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলাে থেকে অফিস সহকারী আইয়ুব আলীর (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে জেলা পরিষদের ডাক বাংলাের ১৯ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তি চকরিয়া উপজেলার হরিয়াঘােনা এলাকার সৈয়দ হােসেনের ছেলে। তিনি জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী।

ডাক বাংলাের কেয়ারটেকার জাফর বলেন, দুপুর ১টার দিকে আইয়ুব আমার থেকে চাবি নিয়ে রুমে যায়। কিছুক্ষণ পর আমি উপরে গেলে দরজা খােলা দেখে প্রবেশ করি। তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

আইয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, রাতে শহরের বাহারছড়ার বাসায় ছিলেন আইয়ুব। সকাল ১১টার দিকে সেখান থেকে অফিসে যান তিনি। পরে দুপুর ২টার দিকে ডাক বাংলাের স্টাফ জাফর আমাকে ফোন করে বলেন, চিফ রেজাউল আমাকে ডেকেছে। পৌনে চারটার দিকে ১৯ নম্বর কক্ষে আমার স্বামীর লাশ দেখতে পাই।

তিনি অভিযােগ করে বলেন, দিনে-দুপুরে একটা মানুষ কীভাবে আত্মহত্যা করতে পারে। পরিকল্পিতভাবে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মােশাররফ হােসেন বলেন, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপাের্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫