Logo
×

Follow Us

বাংলাদেশ

দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ সদরসহ ৫ পৌরসভার নির্বাচন

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯

দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ সদরসহ ৫ পৌরসভার নির্বাচন

সিরাজগঞ্জ জেলায় দ্বিতীয় ধাপে সদর পৌরসভাসহ পাঁচটি পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাঁচটি পৌরসভার মধ্যে সিরাজগঞ্জ সদর পৌরসভা, রায়গঞ্জ, বেলকুচি, উল্লাপাড়া ও কাজিপুর পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থিতার চূড়ান্তভাবে নির্বাচিত করার ভোটগ্রহণ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহণে কাজিপুর পৌরসভাতে ইভিএম এর মাধ্যমে ভোটারগণ ভোট প্রদান করবেন। এছাড়া সিরাজগঞ্জ সদর,  রায়গঞ্জ, বেলকুচি,  উল্লাপাড়া এ চারটি পৌরসভাতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানা হয়।

দ্বিতীয় ধাপে পৌরসভার নির্বাচনে, ইতিমধ্যে মেয়র ও সকল কাউন্সিলদের মনোনয়ন পত্র গত ২০ ডিসেম্বর দাখিল শেষে গত ২২ ডিসেম্বর বাছাই পর্ব শেষ হয়েছে। এবং আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর যে কোনো প্রার্থী তার প্রার্থিতার যোগ্যতার পুনঃ বিবেচনার জন্য আপীল করতে পারবেন। এবং ২৯ ডিসেম্বর যে কোনো প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করার দিন তারিখ ধার্য করা হয়েছে।

জেলার পাঁচটি পৌরসভাতেই আগামী ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ঘোষণা করা হবে। আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, বিএনপি থেকে মনোনীত প্রার্থী মো. সাইদুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী টি,আর, এম নূর-এ-আলম হেলাল মোট তিনজন৷

সাধারণ কাউন্সিলর প্রার্থীর মোট মনোনয়ন পত্র দাখিল ১০৭ জন, এর মধ্যে বাতিল হয়েছে ১৫ জনের, সম্ভব্য বৈধ প্রার্থী ৯২ জন, মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মোট মনোনয়ন পত্র দাখিল ২৯ জন, বাতিল ৯ জন, সম্ভব্য বৈধ প্রার্থী ২০ জন।

সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে প্রার্থিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার জন্য নিজ নিজ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫