Logo
×

Follow Us

বাংলাদেশ

মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা-নাতির মৃত্যু

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ২০:৫৯

মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা-নাতির মৃত্যু

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জালাল উদ্দিন (৬১) ও তার নাতি শরিফুল ইসলাম (৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, আমড়াতৈল গ্রামের জালালউদ্দিন তার প্রবাসী ভাগনের বাড়িতে মাটি ওঠানোর জন্য ট্রাক ভাড়া করেন। সেই মাটিবোঝাই ট্রাকের ওপর চড়েন জালাল উদ্দিন ও তার নাতি শরিফুল ইসলাম। পথিমধ্যে ঝাঁকুনিতে ট্রাক থেকে পড়ে ঘটনাস্থলেই নাতি শরিফুল নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় দাদা জালাল উদ্দিনকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫