
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এমএফ আহমেদ অলি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, এ পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে এমএফ আহমেদ অলি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সালেক মিয়া নারিকেল গাছ প্রতীক নিয়ে ২ হাজার ৫৯৯, মো. ফজল উদ্দিন তালুকদার চামচ প্রতীক নিয়ে ১ হাজার ৫১০ ও মো. আবুল কাশেম শিবলু ১ হাজার ৪৩০ এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে ৫২২ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রাথী ইমদাদুল ইসলাম শীতল।
এর আগে সকাল ৮টা থেকে একযোগে ৯টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। এ পৌরসভায় মোট ভোটার ১৮ হাজার ৩৫ জন।