রংপুর মেডিকেলে কর্মচারীদের কর্মবিরতিতে বিপাকে রোগীরা

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ১৭:৫৯

সভাপতি এবং সাধারণ সম্পাদককে বদলীর আদেশ প্রত্যাহার না করায় তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সদস্যরা। এতে বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি আশিকুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের বদলীর প্রতিবাদে অনির্দিষ্ট কালের কর্মবিরতির ঘোষণা দেয় ইউনিয়নের সদস্যরা।
বুধবার দুপুর দুইটা থেকে এ কর্মসূচি ঘোষণা করে ইউনিয়নের নেতারা। এ সময় তারা মেডিকেল কলেজ হাসপাতালের ফটক ও পরে পরিচালকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভ প্রদর্শনকালে কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ জানান বদলী আদেশ বাতিল না করা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
অন্যদিক কর্তৃপক্ষ জানিয়েছেন প্রশাসনিক কারণে তাদের স্বাস্থ্য অধিদপ্তর বদলী করেছে। এদিকে তিনদিন কর্মবিরতির কারণে হাসপাতালের প্রশাসনিক সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কর্মবিরতির ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয় চরম বিপাকে। তবে সাময়িক সমস্যা হলেও অন্যান্য নার্স ও ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা চলছে বলে জানান মেডিকেল প্রশাসনের পরিচালক।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত সমাধানের জন্য।