Logo
×

Follow Us

বাংলাদেশ

অক্সফোর্ডের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ২৩:১২

অক্সফোর্ডের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন

জরুরি ব্যবহারের জন্য ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড আমদানি ও জরুরি ব্যবহারের জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দিয়েছে সরকার। এ অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওষুধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) উপ-পরিচালক সালাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ায়, তারা এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বা কোনো টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেয়ায়, আমরাও অনুমোদন দিতে পেরেছি।

এর আগে গতকাল দুপুরে ডিজিডিএতে এক বৈঠকে ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি এর জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫