শ্লীলতাহানির অভিযোগ, ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ২৩:৩৭

সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে জানায়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
গত ১৩ জানুয়ারি ঢাকার মহানগর হাকিম কনক বড়ুয়াকে ছুটিতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ‘মামলা আমলে না নেয়া ও মামলার বাদীকে পুলিশি হয়রানির ভয় দেখিয়ে খাস কামরায় শ্লীলতাহানি’র অভিযোগ আনেন এক নারী।
গত ১২ জানুয়ারি কনক বড়ুয়ার বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিমের আদালত, জেলা জজ ও আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন বিচারপ্রার্থী ওই নারী।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাক্ষীর জন্য নির্ধারিত দিন থাকায় তিনি আদালতে হাজির হন। এ সময় সাক্ষীর জন্য বিচারকের খাস কামরায় গেলে হাকিম কনক বড়ুয়া ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। এরপর তিনি জোর করে ওই নারীর বোরকা খুলে ফেলেন এবং শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন।