Logo
×

Follow Us

বাংলাদেশ

‘স্বর্ণ ছিনতাই’: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ২৩:৫৪

‘স্বর্ণ ছিনতাই’: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা গ্রেফতার

এক ব্যবসায়ীকে অপহরণ করে ৯০ ভরি ওজনের দুইটি স্বর্ণের বার ছিনতাইয়ের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একজন কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এস এম সাকিব হাসান (৩৩), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাহী আমিনুল ইসলাম (৩৯) এবং মোহাম্মদ হারুন (৩২), জীবন পাল ও রতন কুমার সেন।

ঢাকার কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, মানিকগঞ্জের এক ব্যবসায়ীর করার মামলায় প্রথমে জীবন ও রতনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম জানিয়েছেন, সাকিব, সিপাহী আমিনুল এবং তাদের সহযোগী হারুনকে মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়েছিল পুলিশ। আদালত তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তাসহ কয়েকজনকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদ করছি। যেহেতু তিনি সরকারি কর্মকর্তা সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

মানিকগঞ্জের রড সিমেন্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান গত ১১ জানুয়ারি কোতয়ালি থানায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলায় তিনি বলেছেন, গত ৭ জানুয়ারি ঢাকায় এসে তাঁতীবাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬০ লাখ টাকা মূল্যের ৯০ ভরি ওজনের দুইটি স্বর্ণের বার কেনেন। বারগুলো নিয়ে গাড়িতে উঠার সময় তিনজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের গাড়িতে জোরপূর্বক তুলে নেয়। পরে চোখ বেঁধে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে নিয়ে টাকা-পয়সা, স্বর্ণের বার ও মোবাইল ফোন রেখে ছেড়ে দেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫