Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে ২০ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ১৬:৩০

ঝিনাইদহে ২০ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

ঝিনাইদহে পরিবেশ অধিদফতরের অভিযানের দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা। এ নিয়ে দুইদিনে জেলার সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও ৪টি ইটভাটায় জরিমানা করা হয় ২৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০ টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।

উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই। এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫