Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদ্রোহী হওয়ায় দল থেকে বহিষ্কার ভেদরগঞ্জ মেয়রপ্রার্থী

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১১:৩৯

বিদ্রোহী হওয়ায় দল থেকে বহিষ্কার ভেদরগঞ্জ মেয়রপ্রার্থী

মো. আবুল বাশার চোকদার। ছবি: শরীয়তপুর প্রতিনিধি

দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে পৌর নির্বাচনে অংশগ্রহণ করায় শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌর আওয়ামী লীগের মো. আবুল বাশার চোকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কারাদেশ দলের সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল ‘বহিষ্কারপত্রে’ স্বাক্ষর করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও পৌর আওয়ামী লীগের কমিটির সুপারিশে ভেদরগঞ্জ পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদ থেকে আবুল বাশার চোকদারকে বহিষ্কার করে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বাংলাদেশ আওয়ামী লীগ বরাবর একটি আবেদন পাঠানো হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল নেতাকর্মীদের প্রতি বাশারের নির্বাচনি প্রচার ও আনুষঙ্গিক কর্মকাণ্ডে অংশ নেয়া হতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং ৩০ জানুয়ারি নির্বাচনে নৌকার প্রচার চালানোর আহবান জানান।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল বলেন, আওয়ামী লীগের বিরোধীতা যারা করে তারা আওয়ামী লীগ পরিবারের কর্মী হতে পারে না। আজ থেকে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিদ্রোহী মেয়র প্রার্থীকে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করা হলো। উপজেলা আওয়ামী লীগের কোনো কর্মী বা নেতা বিদ্রোহীপক্ষে কাজ করে না। আর বিদ্রোহীপক্ষে কাজ করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫