মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে প্রথম টিকা নিলেন পলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১২:১৯

ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে করোনাভাইরাসের টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক।
মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নেন তিনি। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে কভিড-১৯ টিকাদান কেন্দ্রে এ টিকা নেন তিনি।
এর আগে তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করেন। নিবন্ধন করার পর নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন প্রতিমন্ত্রী। পরে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় রেস্ট নেন।
এরপর পলক বলেন, করোনার টিকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচারে কান দেবেন না। অপপ্রচার রুখতেই আমি গতকাল বুধবার রাতে টিকা দেয়ার সিদ্ধান্ত নেই। ১০ মিনিট হয়ে গেলো, এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।
এদিকে বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার বেলা সোয়া ১১টার দিকে জানান, এখন পর্যন্ত ১২৫ জন করোনা টিকা নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় দেশের দ্বিতীয় কেন্দ্র হিসেবে বিএসএমএমইউয়ে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। আর প্রথম টিকা নিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।