বড়াইগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় একজন নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১৯:২৩

নাটোরের বড়াইগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত পথচারি উপজেলার কারবালা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানা পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি রান্নার খড়ি কুড়িয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত অ্যাম্বুলেন্সের ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। অ্যাম্বলেন্সরটি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।