Logo
×

Follow Us

বাংলাদেশ

নাতির কোলে চড়ে ভোট দিলেন ১০৪ বছরের ফাতেমা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ১৬:৩২

নাতির কোলে চড়ে ভোট দিলেন ১০৪ বছরের ফাতেমা

বয়সের ভারে নতজানু। শরীরের শক্তিও শেষ প্রায়। নিজ পায়ে দাড়াতে পারলেও, হাটতে হয় নাতি-নাতনির সহায়তায়। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না প্রায় দশ বছর হলো। তারপরও ভোট দিতে হবে ১০৪ বছর বয়সী ফাতেমা বেগমকে। দাদির এমন বায়নায় বিরক্ত হলেও বৃদ্ধ দাদিকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে আসছেন ৩৮ বছর বয়সী নাতি মো. কামাল শেখ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটায় মোরেলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম সানকিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই কেন্দ্রের সবচেয়ে বয়স্ক ভোটার। ভোট দিয়ে বের হয়ে তৃপ্তির হাসি হাসেন ফাতেমা বেগম।

এত কষ্ট করে কেন ভোট দিতে এসেছেন এমন প্রশ্নে ফিসফিস করে বলেন, ভোট দিতে আমার ভালো লাগে। কখন মারা যাবো, তা তে বলা যায় না। তাই ভোট সামনে আসছে ভোট দিয়ে গেলাম।

ফাতেমা সানকিভাংগা এলাকার আয়জদ্দিন শেখের স্ত্রী। ভোটার তালিকা অনুযায়ী, ১৯১৭ সালের ৩ সেপ্টেম্বর এই বৃদ্ধার জন্ম। সে অনুযায়ী, ১০৪ বছর বয়স ফাতেমার। তবে স্থানীয় ও তার স্বজনদের দাবি, ফাতেমার বয়স ১১৫ বছর। ৬ ছেলে ও দুই মেয়ের জননী এই নারীর ৪০ জনের মতো নাতি-নাতনি রয়েছেন।

স্থানীয় ৬০ বছর বয়সী আবু বকর সিদ্দিক বলেন, আমরা বোঝার পর থেকেই দেখি ফাতেমা বেগম বৃদ্ধ। তার বড় ছেলে সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদের বয়সও প্রায় ৯০ এর কাছাকাছি। এলাকার সব থেকে বয়সী মানুষ হিসেবে ফাতেমাকে সবাই ভালবাসে এবং শ্রদ্ধা করে। আমরা তার সুস্থতা কামনা করি।

ফাতেমার নাতি মো. কামাল শেখ বলেন, আমার চাচা ও ফুপুরা সবাই বৃদ্ধ হয়ে গেছে। দাদি অনেক দিন ধরে ঘরবন্দি। চোখে দেখলেও কানে কিছুটা কম শোনেন তিনি। তারপরও ভোটের কথা শুনে ভোট দেয়ার ইচ্ছাপোষণ করেন তিনি। আমরা নিরুৎসাহিত করলেও তিনি কেন্দ্রে যাওয়ার ব্যাপারে অনড় থাকেন। পরে বাধ্য হয়ে দাদিকে খুশি রাখতে ভোট দেয়াতে নিয়ে আসছি।

মোরেলগঞ্জ পৌরসভায় শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত মাহিলা ওয়ার্ডে ১২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮ হাজার ৮৬ জন পুরুষ এবং ৮ হাজার ৪১৪ জন নারী ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫