যশোরে করোনা ভ্যাকসিন প্রদানের প্রশিক্ষণ শুরু

যশোর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৬

যশোরে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোরের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ প্রদানের শুভ উদ্ধোধন করেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
এসময় তিনি বলেন, করোনা ভ্যাকসিনে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দিবেন। আমরা আশা করছি আগামি ৬ ফেব্রুয়ারির মধ্যে এই প্রশিক্ষণ শেষ করবো। পরবর্তীতে প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করবেন। প্রাথমিক ভাবে জেলা টিওটি প্রশিক্ষক হিসাবে ৪৪ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোরের পরিবার করিকল্পনার উপ-পরিচালক সাবনাম মমোতাজ, ডেপুটি সিভিল সার্জন প্রতিভা ঘরায়, ওয়াল্ড হেলথ অর্গানাইজেশনের যশোরের পরিচালক তাসনিম সুলতানা।