Logo
×

Follow Us

বাংলাদেশ

টিকা নেয়ার পর কাজ করছি, সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮

টিকা নেয়ার পর কাজ করছি, সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমরা করোনাভাইরাসের টিকা নিয়েছি। টিকা নেয়ার পরে আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনো সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আমরা কাল নেবো। জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেয়া উচিত ছিল।

পরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেবো। এজন্য দেরি হয়েছে।

এরপর আপিল বিভাগ মামলার নিয়মিত শুনানির কাজ পরিচালনা অব্যাহত রাখেন।

গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হওয়া গণটিকাদান কর্মসূচি উদ্বোধনের পরপরই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি করোনার টিকা নিয়েছেন।

টিকা নেয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই বিচারকাজ পরিচালনায় অংশ নেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫