চাঁদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৮

ছবি: চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট শুরুর দুই ঘণ্টা পর বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিএনপি প্রার্থী মো. ইমাম হোসেন পাটওয়ারী সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এর আগে সকাল ৮টায় মোটামুটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন ফরিদগঞ্জ সদর সংলগ্ম কাচিয়ারা মহিলা মাদ্রাসায় ৭নং কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।
ইমাম হোসেন লিখিত সংবাদ সম্মেলনে বলেন, আমার নির্বাচনি এজেন্টকে বের করে দিয়েছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষের লোকজন। আমি নির্বাচনি পরিবেশ না পাওয়ায় নির্বাচন বর্জন করালম। আমি ধারণা করেছিলাম প্রশাসন নির্বাচনি পরিবেশ তৈরি করবে কিন্তু তা উল্টো আমার নির্বাচনি কর্মকাণ্ডে প্রতিকূলে অবস্থান করে। এমতাবস্থায় আমি আর কোনো উপায় না পেয়ে নির্বাচন থেকে সরে দাড়াঁই।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, সাবেক যুবদল আহবায়ক মো. নাছির উদ্দিন পাটওয়ারী, বিএনপি নেতা টুটুল পাটওয়ারী, আমজাদ হোসেন শিপন, শাওন পাঠান, সোহাগ প্রমুখ।
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে মো. ইমাম হোসেন পাটওয়ারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা হাফেজ মো. দেলোয়ার হোসেন।
এ পৌরসভায় মোট ৩১ হাজার ৭৮ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের ভোটাগ্রহণ চলবে।
এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মোতায়ন করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ অতিরিক্ত পুলিশ। নির্বাচন সম্পন্ন করতে ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রের জন্য ১৩ জন প্রিসাইডিং অফিসার, ৮৮টি বুথে ৮৮জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ১৭৬জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।