Logo
×

Follow Us

বাংলাদেশ

কিশোরীকে আটকে যৌন ব্যবসা করাতেন নারী কাউন্সিলর

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫০

কিশোরীকে আটকে যৌন ব্যবসা করাতেন নারী কাউন্সিলর

বিউটিপার্লার কর্মী এক কিশোরীকে (১৬) দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের এক নারী কাউন্সিলরসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই বাসার কেয়ারটেকারকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার নুরুল হক (৬৫) গাজীপুর সিটি করপোরেশনের নলজানীর গ্রেট ওয়াল সিটি আবাসিক এলাকার মোফাজ্জল হোসেনের বাড়ির কেয়ারটেকার।

ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গাজীপুর সিটি করপোরেশনের (১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের) সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর মালিকানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিং মলের আনন্দ বিউটি পার্লারে প্রায় চার মাস আগে চাকরি নেয় ওই কিশোরী। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। পার্লারে চাকরির পাশাপাশি তাকে দিয়ে গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হয়। প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি দেয়া হতো। এরপর ওই কিশোরীকে বাসায় আটকে রেখে বাড়ির কেয়ারটেকার নুরুল হকের সহযোগিতায় বিভিন্ন সময়ে পতিতাবৃত্তিতে বাধ্য করেন কাউন্সিলর রোজী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কৌশলে বাসা থেকে পালিয়ে যায় ভুক্তভোগী। এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রোজী ও বাড়ির কেয়ারটেকার নুরুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার কদরেছে। ঘটনার পর থেকে কাউন্সিলর রোকসানা আক্তার রোজী পলাতক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫