Logo
×

Follow Us

বাংলাদেশ

সরিষাবাড়ীতে পূজা মণ্ডপে হামলায় আহত ১৫

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২২

সরিষাবাড়ীতে পূজা মণ্ডপে হামলায় আহত ১৫

ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে স্বরস্বতী পূজা চলাকালে মণ্ডপে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সরিষাবাড়ী থানার কাছে পৌরসভার ইস্পাহানি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় মণ্ডপ কমিটির সভাপতিসহ অন্তত ১৫ জন নারী-পুরুষ মারধরের শিকার হন। এতে প্রতিমা ভাঙচুর না হলেও মণ্ডপের মঞ্চ তছনছ করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় দুই শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানা রোড ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করেন।

পূজা কমিটির সভাপতি সুকুমার ঘোষ অভিযোগ করেন, মঙ্গলবার ইস্পাহানি আবাসিক এলাকায় স্বরস্বতী পূজার আয়োজন করা হয়। রাত ১০টার দিকে পূজা মণ্ডপে ভক্তরা পূজা-অর্চনা ও নাচ-গান করা অবস্থায় বাসস্ট্যান্ড এলাকা থেকে ফারুক ড্রাইভার ও নান্টু ড্রাইভারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি গ্রুপ নেশা করে এসে লাঠিসোঠা নিয়ে মণ্ডপে হামলা চালায়। হামলাকারীরা অতর্কিত নারী-পুরুষদের মারধর শুরু করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়। তারা আমাদের পূজা বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ত্রাসী হামলায় পূজা কমিটির সভাপতি সুকুমার ঘোষ, শুভ চন্দ্র গৌড়, বিজয় চন্দ্র গৌড়, কৃষ্ণ বর্মন, লাভলী চন্দ্র গৌড়, মায়া রানী গৌড়, অঞ্জনা চৌহান, গীতা, শান্তি, রঞ্জন, রঞ্জু, বেজাসহ অন্তত ১৫ জনকে মারধর করা হয়।  

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫