Logo
×

Follow Us

বাংলাদেশ

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০২

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যাত্রী নিহত ও অপর তিন যাত্রী আহত হয়েছে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমলাই গ্রামের বাসিন্দা পরেন্দ্র ত্রিপুরার ছেলে হরেন্দ্র ত্রিপুরা (৩৮) ও ধর্ম কুমার ত্রিপুরা ছেলে গজেন্দ্র ত্রিপুরা (৪৯)।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি বাজারে গাছ রেখে চাঁদের গাড়িতে করে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে আমলাই হাদুক পাড়া পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এসময় দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা, চয়ন ত্রিপরা আহত হন। 

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫