
ফাইল ছবি
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব স্বাভাবিক হয়ে আসায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে আজ সকাল থেকে সারা দেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।
এর আগে গতকাল রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে মালামাল নিয়ে টার্মিনালে অবস্থান করতে দেখা যায়।