Logo
×

Follow Us

বাংলাদেশ

ব‌রিশালে দুই বাস শ্রমিক গ্রেফতার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৪

ব‌রিশালে দুই বাস শ্রমিক গ্রেফতার

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ বাস শ্র‌মিক‌কে গ্রেফতার করেছে পু‌লিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় নগরীর রুপাতলী বাস টা‌র্মিনাল থেকে এ‌দের দুজনকে কোতয়ালী পু‌লিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ (২৪)।  

কোতয়ালী থানার ও‌সি মো. নুরুল ইসলাম জানান, হামলার ঘটনার সাথে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ‌দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা অমিত হাসান রক্তিম জানান, গ্রেফতারের বিষয়ে তারা অবগত নন। তাদের দাবি অনুসারে হামলার সাথে জ‌ড়িত হোতাদের গ্রেফতার না হওয়ায় তারা পূর্ব ঘো‌ষিত সিদ্ধান্তে অনর রয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা, হামলাকারীদের গ্রেফতার ও নাম উ‌ল্লেখ করে মামলা, এই তিন দফা দাবিতে আন্দোলন করছে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উ‌ল্লেখ্য, মঙ্গলবার বিশ্ব‌বিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে মারধর ও লা‌ঞ্ছিত করার অ‌ভিযো‌গে আন্দোলন করে শিক্ষার্থীরা। ওই দিন রা‌তে শিক্ষার্থীদের মেসে হামলায় ২০ জন আহত হয়। এদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভ‌র্তি করা হয়। এর জের ধ‌রে ৩ দফা দাবিতে আন্দোলন করছে বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫