Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা পাবে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫

বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা পাবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলা ভাষা একদিন জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা পাবে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশী কূটনৈতিকদের নিয়ে মহান ভাষা দিবসের আলোচনায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহান ভাষা দিবসের আলোচনায় সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুধু মাত্র খরচের বিষয়ে সমাধানে না পৌঁছানোর জন্যেই বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার প্রস্তাব আটকে আছে। তবে দেশে উন্নত হলে সেই সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে পৃথিবী থেকে অনেক মাতৃভাষাই হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫