Logo
×

Follow Us

বাংলাদেশ

মর্নিং ওয়াকে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২১

মর্নিং ওয়াকে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরে মর্নিং ওয়াক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বিষ্ণুপদ নামে এক পুলিশ সদস্যের।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় হরিশপুর শ্মশানঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

তিনি নাটোর পুলিশ লাইন্সে এটিএসআই পদে কর্মরত ছিলেন। পুলিশ লাইন্সের আরআই রমজান আলী খান তথ্যটি জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকালে মর্নিং ওয়াকে বের হন ওই পুলিশ সদস্য। এসময় হরিশপুর শ্মশানঘাটের ৫০ মিটার আগে তাকে কোনো দ্রুতগামী ট্রাক চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ওই সদস্যকে মৃত ঘোষণা করেন। সম্ভবত চাপা দেয়া ট্রাক হবে।

নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, বিষ্ণুপদ কোর্ট পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মর্নিং ওয়াক করতে করতে কোর্টে যাচ্ছিলেন। সেখান থেকে হ্যান্ডকাফসহ প্রয়োজনীয় সামগ্রী তার নেয়ার কথা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫