নদীপথকে আরো সচল করা হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৯

নাব্যতা ফিরিয়ে এনে, নদীপথকে আরও সচল ও উন্নত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে মেরিন একাডেমিতে, ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেডে, ভার্চুয়ালি যোগ দিয়ে একথা জানান প্রধানমন্ত্রী।
গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই কৃতী ক্যাডেটদের প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রপতি স্বর্ণ পদক ও বাংলাদেশ শিপিং করপোরেশন পদক দেন নৌ প্রতিমন্ত্রী।
এসময় নবীন মেরিনারদের দেশের সম্মানের কথা মনে রেখে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া এই বছর আরো ৪টি মেরিন একাডেমি চালু করার সুখবরও দেন তিনি।
শেখ হাসিনা বলেন, সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠার পর দেশে এখন গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে সরকার। নাব্যতা ফিরিয়ে এনে সচল ও উন্নত করা হচ্ছে নদীপথগুলোকে।
করোনা নিয়ে আবারো সতর্ক করে সরকার প্রধান বলেন, টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি।
পরে একাডেমিতে ২টি ট্রেনিং লাইফবোটের কমিশনিং ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।