Logo
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৫

ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। 

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাঘবেড় গ্রামের শহিদুল ইসলাম কায়সার রনি (৩০) ও খড়িয়া গ্রামের জাহিদ হাসান রাসেল (২৮)।

এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সকালে রনি ও রাসেল মোটরসাইকেল যোগে হালুয়াঘাট যাওয়ার পথে মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জাহিদ হাসান রাসেল মারা যায়। পরে স্থানীয়রা শহিদুল ইসলাম কায়সার রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ওসি জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫