Logo
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৩

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে পাথর বোঝাই একটি হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে তানজিদ আহেম্মদ নামে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তানজিদ মধ্যনগর থানাধীন বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের সায়েদপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মধ্যনগর থানাধীন বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের মহেষখলা বাজার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে পাশের তাহিরপুর উপজেলার বাগলি এলাকা থেকে পাথর বোঝাই করে হ্যান্ডট্রলিটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। ওইদিন সকাল সাড়ে দশটার দিকে হ্যান্ডট্রলিটি মহেষখলা বাজার সংলগ্ন রাস্তায় আসা মাত্রই শিশু তানজিদ চলন্ত ওই হ্যান্ডট্রলিটির সামনে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় হ্যান্ডট্রলিটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫