
ভোটের মাত্র দুইদিন আগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক আদেশে দেওয়ানগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ স্থগিতের কথা জানায় ইসি।
আগামী ২৮ ফেব্রুয়ারি (রোববার) পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোটগ্রহণের কথা রয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য, দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় ভোট হয়েছে। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি ও চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়। পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।