Logo
×

Follow Us

বাংলাদেশ

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১২

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত

জামালপুরের দেওয়ানগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ২৮ ফেব্রুয়ারির পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

দেওয়ানগঞ্জের নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন এবং ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০ জন পুরুষ ও ১৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে চার প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস ফারিন হোসেন দিদার, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মো. শাহ্ নেওয়াজ শাহেনশাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ নুরনবী ও বিএনপি মনোনীত সাদেক আক্তার নেওয়াজী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫