Logo
×

Follow Us

বাংলাদেশ

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গোডুবি

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৯

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গোডুবি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পশুর নদের ইসমাইলের চরে এমভি বিবি-১১৫৮ নামের জাহাজটি তলা ফেটে আটকে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এখনো পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি জসকো থেকে শনিবার প্রায় ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮। জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এসময় জাহাজের ১০জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতার কেটে তীরে উঠেন।

বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন জানান, এখনো পর্যন্ত কার্গোটি উদ্ধার কাজ শুরু হয়নি। তবে এই ঘটনায় বন্দর চ্যানেলে নৌযান চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে না। জাহাজে কি পরিমাণ কয়লা ছিলো তা জানাতে পারেননি তিনি।

তিনি আরো বলেন, জাহাজটি নদীতে ভাটির সময় দেখা যাচ্ছে। আবার জোয়ার আসলে ডুবে যাচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫