Logo
×

Follow Us

বাংলাদেশ

নান্দাইলে দ্বিতীয়বার মেয়র হলেন রফিক উদ্দিন

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৭

নান্দাইলে দ্বিতীয়বার মেয়র হলেন রফিক উদ্দিন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনে টানা দ্বিতীয়বার মেয়র হয়েছেন নৌকা মনোনীত মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৭ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭৪৯ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার  মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৮৫ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৬৬৭ জন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রের ৭১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫