
বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা মেয়র নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ফলাফল প্রকাশ করেন।
বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাহ ৮২ হাজার ২১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সহ সভাপতি আব্দুল মতিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৯১ ভোট।
কাউন্সিলর পদে জয়ী যারা
১ নং ওয়ার্ডে শাহ মো. মেহেদী হাসান হিমু, ২ নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, ৩ নং ওয়ার্ডে কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ৪ নং ওয়ার্ডে মতিন সরকার, ৫ নং ওয়ার্ডে ডাবলু, ৬ নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, ৭ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮ নং ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, ৯ নং ওয়ার্ডে আলহাজ্ব শেখ, ১০ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম আরিফ, ১১ নং ওয়ার্ডে সিপার আল বখতিয়ার, ১২ নং ওয়ার্ডে এনামুল হক সুমন, ১৩ নং ওয়ার্ডে আল মামুন, ১৪ নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডে আমিন আল মেহেদী, ১৮ নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকাড়, ১৯ নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০ নং ওয়ার্ডে রুস্তম আলী, ২১ নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭০ বর্গ কিলোমিটারের বগুড়া পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। জনসংখ্যা প্রায় ৮ লাখ। ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে বগুড়া পৌরসভায় ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন মহিলা ভোটার রয়েছেন।