Logo
×

Follow Us

বাংলাদেশ

সিএমপির ৮ ডিসি পদে রদবদল

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ১৭:৫১

সিএমপির ৮ ডিসি পদে রদবদল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ কমিশনার আব্দুল ওয়ারিশসহ ডিসি পদের ৮ কর্মকর্তার দফতর বদল করা হয়েছে।

সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন।

সিএমপি সূত্র জানায়, সিএমপিতে নতুন আসা উপ কমিশনার জসিম উদ্দীনকে পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করে ওই পদে থাকা শাকিলা সোলতানাকে ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে।

ট্রাফিক (বন্দর) পদে কর্মরত তারেক আহম্মেদ ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের ডিসি জয়নুল আবেদীনকে উপ কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়।

ডিসি ক্রাইম পদে থাকা এমএন নাসিরুদ্দীনকে ট্রাফিক দক্ষিণ বিভাগে এবং সিএমপির পশ্চিম বিভাগের ডিসি ফারুক উল হককে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে বদলি করা হয়। একই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে সিটি এসবির দায়িত্বে সামলে আসা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের দায়িত্ব দেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫