Logo
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৯:২৭

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

গাজীপুরের হাতিয়াব এলাকায় হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

আজ রবিবার (৭ মার্চ) ভোররাত ৩টার দিকে ওই কারখানার একটি কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়ে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রেণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কারখানায় কোনো মিডিয়া কর্মীদের প্রবেশ করতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ওই ৩টার দিকে আগুনের সংবাদ পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে। আগুনে বিপুল পরিমাণ প্যাকেজিং মালামাল পুড়ে গেছে। 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানার তিনি।  


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫