Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল কেন দেয়া হবে না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১৭:১৮

স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল কেন দেয়া হবে না

তদন্ত চলাকালীন সময়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল আসামিকে কেন সরবরাহ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হত্যা মামলার এক আসামির আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি একটি পাবলিক ডকুমেন্ট। এই দলিল পেতে আসামিপক্ষের কোনো আইনি বাধা-নিষেধ নেই।

এর আগে ২০২০ সালের ৪ জুলাই নাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হন। ওই খুনের মামলায় আসামি লিপন পাটোয়ারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে নিম্ন আদালতে আসামি তার জবানবন্দির নকল চেয়ে আবেদন করেন। কিন্তু নিম্ন আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১এ ধারায় আবেদন জানান আসামি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫