
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অবৈধ অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সোমবার দুপুরের অভিযানে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, অবৈধ অস্ত্র বিক্রি করতে নীল রঙের একটি প্রাইভেটকার ব্যবহার করা হতো। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার সাথে সম্পৃক্ত বাড়ির মালিকসহ আরো চারজনের পলাতক থাকার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দীর্ঘদিন ধরে ক্রেতা সেজে তাদের সাথে যোগাযোগ করছিল। সোমবার দুপুরে ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার সাথে সাথে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মাটির নিচের একটি কক্ষ থেকে দুইজনকে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে। বাড়ির মালিকসহ আরো চারজন পালিয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৪১) ও একই উপজেলার নাটিয়াবাড়ি রাজনারায়ণপুর গ্রামের মো. হানিফ কাজীর ছেলে আব্দুল আল সিয়াম কাজী (১৯)।
অভিযানে ওই বাড়ি থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দুইটি দেশীয় শাটারগান উদ্ধার করা হয়। সেইসাথে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মমেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের নামে বেশকিছু মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও অবৈধ ওষুধ রাখার দায়ে দুইটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।