বসুরহাটে প্রাণহানির পর চলছে ধরপাকড়, আটক ২৮

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১৩:০৪

ছবি: বিবিসি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছি।
এ ঘটনার জেরে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ২৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে আজ বুধবার (১০ মার্চ) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বুধবার সারাদিন বসুরহাট এলাকায় ১৪৪ ধারা রয়েছে। সেখানে কাউকে সমাবেশ, জমায়েত করতে দেয়া হবে না। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মঙ্গলবারের ঘটনায় পুলিশের কাজে বাধা, জন সম্পত্তি ধ্বংসের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।
ওমি আরো বলেন, আটকদের বিষয়ে যাচাই বাচাই চলছে। কে কোন পক্ষের লোক এখনো নির্ধারণ করা যায়নি। তবে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
বসুরহাট বাজারে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের এক পর্যায়ে রাত ১০টার দিকে গুলিতে একজন নিহত হয়। এছাড়া কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়।
নিহতের স্বজনরা পরবর্তীতে একটি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন ওসি জাহিদুল হক।
পুরো বসিরহাট এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। গুটিকয়েক খাবারের দোকান ছাড়া আর সব দোকানপাট বন্ধ রয়েছে। ১৪৪ ধারা থাকায় মানুষজনের চলাচলও অনেক সীমিত।