গাজীপুরে ৮ ইটভাটা ভেঙে দিলো পরিবেশ অধিদফতর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২১, ২০:৫৩
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ৮টি ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে ঘুরিয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ ইটভাটা মালিকদের ৩৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।
বুধবার (১০ মার্চ) পরিবেশের ছাড়পত্র না থাকায় কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকার পদ্মা ব্রিকস, কোনাবাড়ী ব্রিকস, কিরণব্রিকস, উপজেলার উত্তর দারিয়াপুর এলাকায় সান ব্রিকস, স্টার ব্রিকসসহ ৮টি ইটভাটাকে ৩৭ লাখ টাকা জরিমানা ও এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আবদুস সালাম জানান, জেলায় এ বছর অভিযান চালিয়ে ৪৮টি ইটভাটা বন্ধ করে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।