
গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। করোনার টিকা নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, টিকা নেয়ার ‘অভিনয়’ করছেন মন্ত্রী। এটি দেখলে মনে হবে, তিনি টিকা নেননি, শুধুমাত্র ‘ফটোসেশন’ কিংবা ‘ভিডিও’ করেছেন।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়লেও মন্ত্রীর টিকা নেয়ার বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত থাকা গণমাধ্যমকর্মীরা নিশ্চিত করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে মন্ত্রী টিকা নেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, ‘যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি টিকা নেয়ার পর কয়েকজনের (গণমাধ্যমকর্মী) অনুরোধে ধারণ করা হয়েছিল। মন্ত্রী সেদিন টিকা নিয়েছেন।’
সেদিন টিকা নেয়ার পর আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘সারাদেশে টিকাদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে।’ বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়েছিলেন।