Logo
×

Follow Us

বাংলাদেশ

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১৫:২০

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় মজনু মিয়া (৩০) নামে এক কর্মচারী আহত হয়েছেন।

আহত মজুন মিয়া উপজেলার বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। সে সাফারি পার্কের আউটসোর্সিং কর্মচারী বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

তাকে স্থানীয় আল-হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে বেষ্টনীর বেশ কিছু বাঘ ছিলো। এসময় এনক্লোজারের সামনে হঠাৎ করে এই কর্মচারী বাঘের নজরে পড়ে গেলে থাবা দেয়। এ ঘটনায় পার্কের অন্যান্য কর্মচারীরা মিলে বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মেহেদী হাসান বলেন, বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নীচে ক্ষত তৈরী হয়েছে। সাথে তার বাম হাতের শোল্ডার স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫