
ছবি: ইউএনবি
ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে এক কেজি গাঁজা ও ১৯০টি গাছের চারাসহ জাফর ইমাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৪ মার্চ) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়ন চুন্দারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার (১৫ মার্চ) আদালতে পাঠানো হবে।
জাফর রাজাপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাফর তার বাড়ির ছাদে ফুলের টবে নিষিদ্ধ গাঁজা চাষ করছেন- এমন তথ্য জানতে পেরে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে অজ্ঞাত ব্যক্তি পুলিশকে অভিযোগ করেন। পরে পুলিশ গাঁজা গাছের চারাসহ জাফরকে আটক করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে ওই গ্রামের আবদুল করিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় গাঁজাচাষি জাফরকে আটক করে তার ঘরের ছাদে লাগানো ১৯০টি গাঁজা গাছের চারা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, গাঁজা চাষ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। কেউ ইচ্ছা করলেই গাঁজা চাষ করতে পারবেন না। যদি কেউ গাঁজা চাষ করে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। -ইউএনবি