জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে সুবিধাজনক সময়ে এ উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে হবে।
এর আগে বুধবার (১৭ মার্চ) ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ১০০ বাব কোরআন খতম করা হয়। ওইদিন বাদ যোহর দেশের সব মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।