Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বাস্থ্যের মহাপরিচালক করোনায় আক্রান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৩:০৯

স্বাস্থ্যের মহাপরিচালক করোনায় আক্রান্ত

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। ফাইল ছবি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর এ তথ্য জানিয়ে বলেন, করোনার উপসর্গ দেখা দেয়ার পর আমরা পরীক্ষা করাই। দুইদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আমরা আইসোলেশেন আছি।

এ বিষয়ে জানতে মহাপরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

অন্য একটি সূত্র জানায়, কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৮-১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫