
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার লিচু বাগান এলাকার পাশে আদুর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডেইজি দত্ত (৩৫), আকবর (২৫) ও আবুল কালাম (৬৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, তিনজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।