Logo
×

Follow Us

বাংলাদেশ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যে ৭৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ২২:৪৮

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যে ৭৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৭৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। যেসব এলাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৭ মার্চ) বিকেলে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তালিকা প্রকাশ করেন।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে আটজন, সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু তাদের তালিকা প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার থেকে ইউপি নির্বাচনে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।

জানা যায়, চেয়ারম্যান ২৮১ জন, সংরক্ষিত নারী সদস্য ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৭০২ জন এবার নির্বাচন করছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১ হাজার ৮০ প্রার্থী। সব মিলিয়ে প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ হাজার ১৩৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ৪২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪ হাজার ১৮০ ও সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫২৮ জন প্রার্থী রয়েছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫