Logo
×

Follow Us

বাংলাদেশ

হাইকোর্টের ১৭টি বেঞ্চ পুনর্গঠন

Icon

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ২০:০৮

হাইকোর্টের ১৭টি বেঞ্চ পুনর্গঠন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (২৯ মার্চ) প্রধান বিচারপতির নির্দেশনা দেয়া এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩১ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন। এর মধ্যে ১৫টি দ্বৈত (দুজন বিচারপতির সমন্বয়ে) বেঞ্চ এবং ২টি একক বেঞ্চ রয়েছে।

বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫