Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় ৮ মামলা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১২:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় ৮ মামলা

ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় দুই থানায় আলাদা আটটি মামলা দায়ের করা হয়েছে। 

এসব মামলায় অজ্ঞাত প্রায় আট হাজার জনকে আসামি করা হয়েছে। 

এসব মামলার মধ্যে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় হামলার ঘটনায় টোল প্লাজা কর্তৃপক্ষ একটি, আশুগঞ্জ হাইওয়ে সাজেন্ট জহিরুল হক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। 

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গত চারদিনে ছয়টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে- পুলিশ সুপারের কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা, আনসার বিডিপি ক্যাম্পে হামলার ঘটনায় আনসার বাদী হয়ে একটি মামলা, পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়।

এদিকে মৌলভীবাজারে হরতালের দিন আসামি নিয়ে যাবার সময় সুহিলপুর এলাকায় পুলিশের উপর হামলা করা হয়। এ ঘটনায় মৌলভীবাজার থানা পুলিশ আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভেযোগে একটি মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়।

এছাড়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার রেজিস্ট্রার বাদী হয় একটি মামলা দায়ের করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ছয়টি মামলা ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ দুইটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এসব মামলায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ১৪ জনকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫