Logo
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে লকডাউন অমান্য করায় ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ২০:২৩

বরিশালে লকডাউন অমান্য করায় ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে পৃথক চারটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ অভিযানে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫৮০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ১ হাজার মাস্ক ও ৩০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। 

বরিশাল জেলা প্রশাসন কার্যালয় থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধ কার্যকর করতে সোমবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, মো. আতাউর রাব্বী ও মো. মারুফ দস্তগীরের নেতৃত্বে নগরীর লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নতুন বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, কাশীপুর বাজার, চৌমাথা, বটতলা বাজার, জিলা স্কুল মোড়, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও আমতলার মোড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এ সময় মাস্ক না পরা এবং অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়াসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে আট ব্যক্তি এবং অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ৬টি প্রতিষ্ঠান ও ৭ ব্যক্তিকে ১১ হাজার ৮৮০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার ভ্রাম্যমান আদালত।

এছাড়া অপর একটি অভিযানে পাঁচ ব্যক্তিকে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী এবং আরো ১৩ ব্যক্তিকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর।

অপরদিকে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া বাজার, বাইপাস সড়ক, গৈলা বাজার, রথখোলা বাজার, দাসের হাট, নিমতলা বাজার, পয়সারহাট বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় সেখানকার ১১টি প্রতিষ্ঠান ও দুইজন ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মানায় ১০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

বরিশাল জেলা এবং আগৈলঝাড়া উপজেলা প্রশাসন পরিচালিত পৃথক চারটি মোবাইল কোর্ট অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল র‍্যাব-৮ ও আগৈলঝাড়া থানার পৃথক তিনটি  দল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫