টেক্সাসে একই পরিবারের ৬ জনের মৃত্যুতে পাবনায় স্বজনদের শোক

মো. ফজলুল হক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ২০:৪২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই পরিবারের ৬ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাবনা শহরের দোহারপাড়ায় নিহতদের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসের কমিউনিটিতে চলছে নানা জল্পনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের দুই সন্তান অন্য সদস্যদের হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেছেন। তবে এখনো ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
নিহতরা হলেন- সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম; তার স্ত্রী নীলা তৌহিদ; তিন সন্তান তানভীর তৌহিদ, ফারবিন তৌহিদ ও ফারহান তৌহিদ এবং আইরিন ইসলামের বৃদ্ধা মা আলতাফুন নেসা।
নিহত আইরিনের ভাতিজা তৌসিফ হোসেন জানান, তারা পুলিশের মাধ্যমে জানতে পেরেছেন স্যাম তৌহিদের দুই ছেলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। একইসাথে পরিবারের বাকি সদস্যদেরও হত্যার পরিকল্পনা করেন তারা। সে অনুযায়ী, তারা হত্যা করে থাকতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি সুইসাইডাল নোট রেখে গেছেন ১৯ বছর বয়সী ছোট ছেলে; যেখানে তিনি নিজেকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন।
তবে নিহতদের পারিবারের ঘনিষ্ঠজন ও প্রতিবেশীদের দাবি, দুই ভাইয়ের মানসিক সমস্যার কথা তারা জানতেন না। দুই ভাই ছিল খুবই সপ্রতিভ, পড়াশোনায়ও ভালো। তারা এমন কাজ করতে পারেন, বিশ্বাস হচ্ছে না।
জানা যায়, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে টেক্সাসের ডালাসের অ্যালেন হোমে বাস করতেন বাংলাদেশি দম্পতি তৌহিদুল ইসলাম ও আইরিন ইসলাম। আইরিন ইসলামের মা আলতাফুন নেসা বাংলাদেশের পাবনা থেকে এসেছিলেন মেয়ের কাছে থাকার জন্য। দেশে ফেরার কথা থাকলেও করোনার কারণে আটকা পড়েছিলেন তিনি।